সারা বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত ভারত ! শতবর্ষে বড় দাবি করলেন মোহন ভাগবত

ভারতের ক্ষমতা নিয়ে বড় দাবি করলেন মোহন ভাগবত।

author-image
Debjit Biswas
New Update
Mohan Bhagwat

নিজস্ব সংবাদদাতা : আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বৈশ্বিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি দাবি করেন, বর্তমানে সারা বিশ্ব বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে, ভারতের নেতৃত্বের দিকেই তাকিয়ে আছে।

RSS-Chief-Bhagwat-Meets-PM-Modi-After-Pahalgam-Terror-Attack

তিনি বলেন,''সারা বিশ্ব এখন নানান বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজতে ভারতের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর সমস্ত দেশ চায় যে ভারত যেন বিশ্বকে নেতৃত্ব দিয়ে একটি উদাহরণ স্থাপন করে এবং সারা বিশ্বকে একটি পথ দেখাক।''

তাঁর এই মন্তব্য এই সত্যতাই তুলে ধরে যে, আরএসএস (RSS)-এর শীর্ষ নেতৃত্ব এমনটাই বিশ্বাস করে যে, ভারত এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং নিজের সংস্কৃতি, মূল্যবোধ এবং দর্শন দ্বারা সমস্ত বিশ্বকে পরিচালিত করার ক্ষমতা রাখে ভারত।