২০ বছর পরেই হিন্দুরাষ্ট্র হবে ভারত ! মোহন ভাগবতের মন্তব্যে তীব্র হল জল্পনা

কেন মোহন ভাগবতের মন্তব্যে তীব্র হল জল্পনা ?

author-image
Debjit Biswas
New Update
u7clpod_mohan-bhagwat-_625x300_26_November_24

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দেশের প্রতিটি নাগরিককে আগামী ২০ বছর ধরে সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন, যা সাভারকরের স্বপ্ন ছিল।

তিনি বলেন,''সাভারকর দেশের জন্য যে প্রত্যাশা রেখেছিলেন, তা পূরণের জন্য আগামী ২০ বছরে প্রতিটি ভারতীয়ের সংগ্রাম করা উচিত। আর সাভারকর ভারতকে একটি 'হিন্দু রাষ্ট্র' হিসেবে বর্ণনা করেছিলেন।"

rss.jpg

তাহলে কি ২০ বছর পরেই হিন্দুরাষ্ট্র হবে ভারত ? সেই ইঙ্গিত কি দিয়ে রাখলেন মোহন ভাগবত ?