নিজস্ব সংবাদদাতা : অখণ্ড ভারতের (Undivided India) ধারণা এবং দখল হয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে ফের একবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। আজ একটি অনুষ্ঠানে তিনি বলেন,''আজ আমাদের এখানে অনেক সিন্ধি ভাই-বোন বসে আছেন, এটা দেখে আমি খুবই খুশি। তাঁরা পাকিস্তানে যাননি; তাঁরা অখণ্ড ভারতেই থাকতে চেয়েছিলেন। আসলে আমাদের দেশ ভারত একটি বড় বাড়ির মতো।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/GbJOe3Gw15t6cGB3UgFd.jpg)
এরপর তিনি বলেন,''কিন্তু বর্তমানে আমাদের এই বাড়ির সেই ঘরটি কেউ ছিনিয়ে নিয়েছে, যেখানে আমাদের টেবিল, চেয়ার এবং জামাকাপড় রাখা ছিল। তারা সেই জায়গাটি দখল করে নিয়েছে। আগামীকাল আমাকে আবার সেই জায়গাটি ছিনিয়ে নিতে হবে এবং তখনই সম্পূর্ণ হবে অখণ্ড ভারত।''
যে জায়গা দখল করা হয়েছে তা আমাদের ছিনিয়ে নিতে হবে ! এবার অখণ্ড ভারতের বার্তা দিলেন মোহন ভাগবত
কি বললেন মোহন ভাগবত ?
নিজস্ব সংবাদদাতা : অখণ্ড ভারতের (Undivided India) ধারণা এবং দখল হয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে ফের একবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। আজ একটি অনুষ্ঠানে তিনি বলেন,''আজ আমাদের এখানে অনেক সিন্ধি ভাই-বোন বসে আছেন, এটা দেখে আমি খুবই খুশি। তাঁরা পাকিস্তানে যাননি; তাঁরা অখণ্ড ভারতেই থাকতে চেয়েছিলেন। আসলে আমাদের দেশ ভারত একটি বড় বাড়ির মতো।''
এরপর তিনি বলেন,''কিন্তু বর্তমানে আমাদের এই বাড়ির সেই ঘরটি কেউ ছিনিয়ে নিয়েছে, যেখানে আমাদের টেবিল, চেয়ার এবং জামাকাপড় রাখা ছিল। তারা সেই জায়গাটি দখল করে নিয়েছে। আগামীকাল আমাকে আবার সেই জায়গাটি ছিনিয়ে নিতে হবে এবং তখনই সম্পূর্ণ হবে অখণ্ড ভারত।''