রাম মন্দির নিয়ে বিরাট মন্তব্য RSS প্রধানের, চমকে গেল সবাই

রাম মন্দির থেকে শুরু করে জি-২০, জেনে নিন দশেরা র‍্যালিতে কী কী বললেন মোহন ভাগবত?

author-image
SWETA MITRA
New Update
bhagwat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ নাগপুরে যেন বসেছিল চাঁদের হাট। আজ মঙ্গলবাররাষ্ট্রীয়স্বয়ংসেবকসংঘের (RSS) প্রধানমোহনভাগবতদশেরাউপলক্ষেনাগপুরেবার্ষিকসমাবেশে 'শস্ত্রপুজো' করেছেন।এরআগেআরএসএসেরস্বেচ্ছাসেবকরাএকটিট্যাবলোবেরকরেন।এদিন আরএসএস-এর এক সভা থেকে কিছু বক্তব্য পেশ করেন মোহন ভাগবত। তিনি বলেন, “অযোধ্যায় ভগবান রামের মন্দির তৈরি হচ্ছে। ভগবান রামের মূর্তি ২২ জানুয়ারি মন্দিরে স্থাপন করা হবে। সেই দিন আমরা সারা দেশে আমাদের নিজস্ব মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করতে পারি।“

এদিন আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, "প্রতি বছর বিশ্বে ভারতের গৌরব বাড়ছে। ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন ছিল বিশেষ। ভারতীয়দের আতিথেয়তা প্রশংসিত হয়েছে। বিভিন্ন দেশের মানুষ আমাদের বৈচিত্র্যের অভিজ্ঞতা অর্জন করেছে। তারা আমাদের কূটনৈতিক দক্ষতার পাশাপাশি আমাদের সৎ সদিচ্ছা দেখেছে।“ আরএসএসের বার্ষিক দশেরা সমাবেশে প্রধান অতিথি ছিলেন গায়ক শঙ্কর মহাদেবন। এদিন হাজার হাজার আরএসএস কর্মীও সমাবেশে যোগ দেন।

গায়ক ও সুরকার শঙ্কর মহাদেবন বিজয়াদশমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হওয়া তাঁর জন্য সম্মানের বিষয়। তিনি আরএসএস প্রধান মোহন মহাদেবকে ধন্যবাদ জানান।আরএসএস প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর নাগপুরে দশেরা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯২৫ সাল থেকে পুরুষরা এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিন মোহন ভাগবত আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর সদস্য করার ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন এবং প্রথম দিনেই সর্বসম্মতিক্রমে পরিষদের ঘোষণা প্রস্তাব পাস করেন। মোহন ভাগবত আরও বলেন, সংঘ সবাইকে সুরক্ষিত রাখতে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সচেষ্ট।

শুনুন তাঁর বক্তব্য...