তেরঙ্গা হাতে মোদী, চেনাবের বুকে ‘বিজয়ের সেতু’! দেখুন সেই আবেগঘন মুহূর্ত

জাতীয় পতাকা নিয়ে চেনাব সেতুর ওপর প্রধান মন্ত্রী। দেখুন সেই আবেগের ভিডিও।

author-image
Tamalika Chakraborty
New Update
modi with national flag

নিজস্ব সংবাদদাতা: চোখে জল, হাতে তেরঙ্গা, আর পিছনে দাঁড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু—এই দৃশ্য শুক্রবার ধরা পড়ল জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ধারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উদ্বোধন হল সেই বহু প্রতীক্ষিত চেনাব সেতুর, যার উচ্চতা আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে। একদিকে প্রযুক্তির জয়গান, অন্যদিকে আবেগের বিস্ফোরণ—এই দিন ভারতের ইতিহাসে গর্ব আর প্রশ্ন দুই-ই বয়ে আনল।

modi chenab bridge

চেনাব সেতু শুধু একটা রেলপথ নয়। এটা যেন এক প্রতিশ্রুতি, যা দুই দশক ধরে কেবল অপেক্ষা করিয়েছে। স্থানীয়দের অনেকের কাছে এই সেতু যেমন গর্বের, তেমনই মনে পড়িয়ে দেয় দীর্ঘদিনের কষ্ট, উপেক্ষা আর বিচ্ছিন্নতার ইতিহাস। তাদের কথায়—“আমরা এই দিনটা দেখে যেতে পেরেছি, তবে সত্যিকারের উন্নয়ন কি আদৌ পৌঁছাবে আমাদের দরজায়?”

এই প্রকল্পের জন্য লেগেছে বিশাল অর্থ ও সময়। প্রায় ২০ বছরের টানা নির্মাণ শেষে আজ দাঁড়িয়ে আছে সেই স্থাপত্য, যা একদিকে রেলযাত্রার স্বপ্ন, অন্যদিকে সেনার কৌশলগত ছক। উদ্বোধনের আবহে প্রধানমন্ত্রী বললেন, “এই সেতু কাশ্মীরকে ভারতের মূলস্রোতে নিয়ে আসবে।” কিন্তু সমালোচকরা বলছেন—এই ‘মূলস্রোত’ কি আদৌ কাশ্মীরের মানুষের রুটির যোগান দেবে?