New Update
/anm-bengali/media/media_files/Ua2PufkUylfnhxyLvn2j.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৪ লোকসভা নির্বাচনের পরেই মোবাইল রিচার্জের খরচ বাড়তে চলেছে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটালের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, নির্বাচন শেষ হওয়ার পরেই মোবাইল রিচার্জ ৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে। যে কোম্পানিগুলি ৫জি-তে বিপুল বিনিয়োগ করেছে তারাই মোবাইলের রিচার্জের খরচ বাড়াবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/ybzhYwmMstPfswdM6ajx.jpeg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us