/anm-bengali/media/media_files/2025/07/07/political-leadwr-son-2025-07-07-19-01-48.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) এক নেতার ছেলের বিরুদ্ধে গাড়ি দুর্ঘটনা ও ভয়ংকর হুমকির অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অভিনেত্রী রাখি সাওয়ান্তের ঘনিষ্ঠ বন্ধু রাজশ্রী মোরে রবিবার রাতে মুম্বইয়ের অন্ধেরি এলাকায় এই ভয়াবহ ঘটনার মুখোমুখি হন। রাজশ্রীর দাবি, এমএনএস নেতার ছেলে রাহিল জাভেদ শেখ মদ্যপ অবস্থায় তাঁর গাড়িতে ধাক্কা মারে এবং পরে রাস্তায় প্রকাশ্যে তাঁকে হুমকি দেয়।
এই ঘটনার পুরো ভিডিও ও ছবি রাজশ্রী নিজেই পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানেই দেখা যাচ্ছে, রাহিল তখন শার্টহীন, মারাঠি ভাষায় অকথ্য ভাষায় রাজশ্রীকে গালাগাল করছে এবং বারবার ভয় দেখাচ্ছে। এক পর্যায়ে চিৎকার করে বলছে, “ পয়সা নিয়ে যা” এবং “পুলিশকে যা বলার বল, আমি জাভেদ শেখের ছেলে, তখন দেখবি কী হয়!”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/jhIimij337SajUnJt2yg.jpeg)
রাজশ্রীর অভিযোগ, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও রাহিল তাদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে এবং রাজশ্রীকে মামলা না করার জন্য নানা ভাবে ভয় দেখাতে থাকে। এমনকী নিজেকে রাজনৈতিক নেতার ছেলে বলে দাবি করে পরিস্থিতি হাতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
রাজশ্রী জানান, ঘটনার পর তিনি থানা গিয়ে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে দৃঢ় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠেছে, শুধু ‘নেতার ছেলে’ হলেই কি রাস্তায় প্রকাশ্যে একজন মহিলাকে গালিগালাজ ও হুমকি দেওয়া যাবে?
नशे में धुत।
— Sanjay Nirupam (@sanjaynirupam) July 7, 2025
अधनंगा।
एक मराठी भाषिक महिला के साथ गाली-गलौज करता हुआ मनसे का नेता पुत्र।
ऊपर से अपने बाप के रसूख़ की धौंस दे रहा है।
मराठी स्वाभिमान की रक्षा करने का दावा करनेवालों का असली चेहरा देखिए।
क्या इन्हीं मुसलमानों के दबाव में मनसेवाले हिंदुओं पर हमले कर रहे हैं ? pic.twitter.com/vOkXz1Ev0w
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us