New Update
নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশী বাংলাদেশী শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। মিজোরামের তরফে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের শরণার্থীদের কোনওভাবেই তাদের দেশে পাঠাতে পারবে না। রাজ্য স্বরাষ্ট্র দফরের তরফে জানানো হয়েছে,২০২২ সাল থেকে বাংলাদেশ থেকে প্রায় ২,০০০ মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছে।
/anm-bengali/media/media_files/1gzLGXNhw12Omsc1hZK3.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us