মিঠুনের বিস্ফোরক জবাব বিলাওয়ালকে, “১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে সুনামি হবে!”

বিলাওয়াল ভুট্টোর হুমকির কড়া জবাব দিলেন মিঠুন চক্রবর্তী।

author-image
Tamalika Chakraborty
New Update
mithun chk1.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি যুদ্ধের হুমকি দেন। এই মন্তব্যের জবাবে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কটাক্ষ ও রসিকতার মিশ্রণে তীব্র প্রতিক্রিয়া জানান।

মিঠুন বলেন, “এভাবে কথা বলতে থাকলে আর যদি আমাদের মাথা গরম হয়ে যায়, তাহলে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে… আমরা এমনকি ভাবছি একটা বাঁধ তৈরি করব যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দিলে একেবারে সুনামি হবে। আমার পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে কিছু নেই, এসব কথা শুধু ওনার (বিলাওয়াল ভুট্টো) জন্যই বললাম।”

bilawal bhutto

বিলাওয়াল ভুট্টোর যুদ্ধের হুমকির কিছুক্ষণ পরই এই প্রতিক্রিয়া দেন মিঠুন চক্রবর্তী। পাকিস্তানি নেতা সতর্ক করেছিলেন, যদি নয়াদিল্লি ইন্দাস জল চুক্তি পরিবর্তনের পথে এগোয়, তাহলে যুদ্ধ অনিবার্য হবে।