পাঁচ বছর ধরে নিখোঁজ দুই যুবকের চিঠি এল পাকিস্তান থেকে! আতঙ্কে কেঁপে উঠল গোটা গ্রাম

পাঁচ বছর ধরে নিখোঁজ উত্তরপ্রদেশের দুই যুবকের সন্ধান পাওয়া গেল। পাঁচ বছর ধরে পাকিস্তানের কারাগারে বন্দি।

author-image
Tamalika Chakraborty
New Update
letter from pakistan

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বান্দা জেলার টিন্ডওয়ারি থানার ধাওসাদ গ্রামে হঠাৎ করেই আবেগের ঢেউ বয়ে গেল, যখন জানা গেল, পাকিস্তানের করাচি জেলে পাঁচ বছর ধরে বন্দি থাকা চাঁদ বাবু ও তাঁর বন্ধু লক্ষ্মণের কাছ থেকে একটি চিঠি এসেছে।

এই চিঠি তাঁদের পরিবারের হাতে পৌঁছতেই গ্রামে আনন্দ ও বেদনার এক মিশ্র আবহ ছড়িয়ে পড়ে। জানা গেছে, চিঠিটি সম্প্রতি গুজরাটের জেল থেকে ছাড়া পাওয়া দুই মৎস্যজীবীর মাধ্যমে এসেছে। চিঠিতে চাঁদ বাবু ও লক্ষ্মণ ভারতের নেতাদের — বিশেষ করে রাহুল গান্ধীকে — অনুরোধ করেছেন যেন ভারত সরকার তাঁদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে।

চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০২৩ সালেই তাঁদের নির্দোষ ঘোষণা করে মুক্তির নির্দেশ দিয়েছে। কিন্তু ভারত সরকারের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়ায় তাঁরা এখনও কারাগারেই বন্দি রয়েছেন। পাকিস্তানি কর্মকর্তারা তাঁদের ছাড়ার প্রস্তুতি থাকলেও, ভারত সরকারের কাগজপত্রের অপেক্ষাতেই আটকে আছে সব কিছু।

arrested bihar

চিঠি হাতে পেয়ে পরিবারের সদস্যরা যেমন খুশি, তেমনই উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, ভারত সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে মুক্তির সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে। চাঁদ বাবুর আত্মীয় জগেশ্বর জানান, পাঁচ বছর আগে চাঁদ বাবু ও লক্ষ্মণ গুজরাটে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়ায় পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েন। তারপরই তাঁদের পাকিস্তান সেনা আটক করে।

এই দীর্ঘ পাঁচ বছরে তাঁরা জেলা শাসক থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রক—সবার দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। গ্রামের পঞ্চায়েত থেকেও সরকারকে চিঠি পাঠানো হয়েছে। গ্রামপ্রধান রামপ্রসাদ আশা প্রকাশ করেছেন, ভারত সরকার ইচ্ছা করলে সহজেই দুই যুবককে দেশে ফিরিয়ে আনতে পারে।

এই ঘটনায় গোটা গ্রামে শোক ও ক্ষোভের আবহ। পরিবারের প্রশ্ন—“যে দেশে একজন নির্দোষ নাগরিককে ফিরিয়ে আনতে পাঁচ বছর লাগে, সেই সরকার কিসের উন্নয়ন করছে