পুরীতে নরকীয় ঘটনা! রাস্তায় স্কুলছাত্রীকে আগুনে পোড়ানোর চেষ্টা, দগ্ধ অবস্থায় লড়ছে প্রাণের জন্য

স্কুল থেকে ফেরার সময় এক নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দিল তিন দুষ্কৃতীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
Fire


নিজস্ব সংবাদদাতা: ওড়িশার পুরী জেলার বইয়াবাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল শুক্রবার। স্কুল থেকে ফেরার পথে এক ১৫ বছরের কিশোরী ছাত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটি স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তার মধ্যে তাকে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। কোনও কিছু বোঝার আগেই তারা আগুন লাগানোর চেষ্টা করে ওই কিশোরীর গায়ে। মুহূর্তের মধ্যে তার শরীর জ্বলে ওঠে। মেয়েটির আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় ভুবনেশ্বরের AIIMS-এ।

চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ। চিকিৎসা চলছে, তবে অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Fire

এদিকে, ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করেছে বলাঙ্গা থানার পুলিশ। শুরু হয়েছে তল্লাশি ও তদন্ত। এখনও পর্যন্ত দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি, এবং ঠিক কী কারণে এমন নির্মম হামলা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই ঘটনা ঘিরে রাজ্যে উঠছে একাধিক প্রশ্ন। দিনের আলোয়, রাস্তায়, একজন কিশোরীকে ঘিরে ধরে এমন পাশবিক হামলার সাহস কীভাবে পেল দুষ্কৃতীরা? কোথায় পুলিশের নজরদারি? আর কতটা নিরাপদ ওড়িশার ছাত্রীরা?