টি-শার্টে নিজের ছবি দেখে ক্ষুব্ধ মিন্টা, প্রশ্ন তুললেন কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে

কংগ্রেস নেতাদের টি শার্টে তাঁর ছবি, ক্ষুব্ধ বিহারের মহিলা।

author-image
Tamalika Chakraborty
New Update
minta devi

নিজস্ব সংবাদদাতা: বিহারের সিওয়ান জেলার বাসিন্দা মিন্টা দেবী আজ সারাদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছেন। তবে ৩৫ বছর বয়সী এই মহিলার একটাই প্রশ্ন—কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ছবি টি-শার্টে ছাপানোর অধিকার কে দিল?

ঘটনার মজার দিক হলো, ভারতের নির্বাচন কমিশনের নথিতে মিন্টা দেবীর বয়স নাকি ১২৪ বছর! এই বিষয়টি সামনে আসতেই বিরোধী দলীয় সাংসদরা, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে, দিল্লিতে বিক্ষোভ করেন এবং টি-শার্টে মিন্টার ছবি ও নাম ছাপিয়ে তা পরেন।

rahul gandhi priyanka gandhi

কিন্তু মিন্টা দেবী এই পদক্ষেপে ক্ষুব্ধ। তিনি বলেন, “কয়েক দিন আগে আমি জানতে পারি আমাকে ১২৪ বছরের ভোটার হিসেবে দেখানো হয়েছে। কিন্তু রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী আমার কে? কেন আমার ছবি তাদের টি-শার্টে? আমার বয়স নিয়ে তারা কেন এত সদয় হচ্ছে? এটা আমার পছন্দ নয়, আমি চাই না তারা এটা করুক।”