/anm-bengali/media/media_files/2024/11/29/1000113390.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার পুরী জেলার এক ১৫ বছর বয়সী নাবালিকা ভয়াবহ আগুনে ঝলসে যাওয়ার পর তড়িঘড়ি দিল্লিতে স্থানান্তর করা হল উন্নত চিকিৎসার জন্য। তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কিশোরীটিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে। মেয়েটির শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে, এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।
প্রথমে AIIMS ভুবনেশ্বরের বার্ন ইউনিটের আইসিইউ-তে কিশোরীটির চিকিৎসা চলছিল। অবস্থার সামান্য উন্নতি হতেই রবিবার দুপুরে তাকে AIIMS দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দ্রুততার সঙ্গে কাজ করে প্রশাসন ও ট্রাফিক পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/plQoQcAan4TQsnEnVAgh.jpg)
AIIMS ভুবনেশ্বর থেকে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত তৈরি করা হয় 'গ্রিন করিডর'। মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই সম্পূর্ণ রুটে কনভয় পৌঁছে যায় বিমানবন্দরে। ভুবনেশ্বর ট্রাফিক ডিসিপি তপন কুমার মহন্তি জানিয়েছেন, সময়ের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে ওই কিশোরীকে দ্রুত দিল্লি পাঠানো হয়, যাতে তার প্রাণ বাঁচানো সম্ভব হয়।
এই বর্বরোচিত হামলা কেবল ওড়িশা নয়, গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us