মিলিন্দ দেওরারের পদত্যাগ, মুখ খুললেন জয়রাম রমেশ

মিলিন্দ দেওরারের পদত্যাগ নিয়ে মুখ খুললেন জয়রাম রমেশ।

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: মিলিন্দ দেওরার কংগ্রেস থেকে পদত্যাগ প্রসঙ্গে এবার বার্তা দিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি বলেছেন, "তিনি (মিলিন্দ দেওড়ার বাবা মুরলি দেওরা) আমাদের দলের একজন বড় নেতা ছিলেন এবং সব দলের সঙ্গেই তাঁর বন্ধুত্ব ছিল কিন্তু তিনি ছিলেন একজন অটল কংগ্রেসম্যান। আজ ওকে মনে পড়ে।"