১৯৭১ থেকে বালাকোট—যে গল্প লিখে গেল মিগ-২১

মিগ-২১ যুগের অবসান, স্মৃতি চারণায় রাজনাথ সিং।

author-image
Tamalika Chakraborty
New Update
mig 21

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার চণ্ডীগড় এয়ারফোর্স স্টেশনে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটল। অবসর নিল মিগ-২১ যুদ্ধবিমান। এই বিদায়ী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, মিগ-২১ শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং ভারত ও রাশিয়ার গভীর সম্পর্কের প্রতীক।

রাজনাথ সিং মিগ-২১–কে “শক্তিশালী যন্ত্র, জাতির গর্ব ও প্রতিরক্ষার ঢাল” বলে বর্ণনা করেন। তিনি জানান, এই বিমানই ভারতীয় বায়ুসেনার আত্মবিশ্বাস তৈরি করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম যোদ্ধা পাইলটদের অনুপ্রেরণা জুগিয়েছে।়

migh 21 1

প্রতিরক্ষামন্ত্রী স্মরণ করান ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কথা। সেই যুদ্ধে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মিগ-২১ ঢাকা গভর্নর হাউসে আক্রমণ চালিয়েছিল, যা যুদ্ধের ফলাফল স্পষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, কারগিল যুদ্ধ, বালাকোট এয়ারস্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর—প্রতিটি জায়গায় এই বিমান তার শক্তি প্রমাণ করেছে।