ভারতে দেড় লক্ষ কোটি টাকার ঝড়—এশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ ঘোষণা মাইক্রোসফটের!

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়তে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করল মাইক্রোসফট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সত্য নাডেলা জানান, এশিয়ায় এটিই সংস্থার সবচেয়ে বড় প্রতিশ্রুতি।

author-image
Tamalika Chakraborty
New Update
satya nadela

নিজস্ব সংবাদদাতা: ভারতের এআই-ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ ঘোষণা করল মাইক্রোসফট। মঙ্গলবার সংস্থার প্রধান সত্য নাডেলার সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর জানানো হয়, ভারতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার—বা প্রায় দেড় লক্ষ কোটি টাকারও বেশি—নিবেশ করবে মাইক্রোসফট। এশিয়ায় এই প্রথমবার এত বড় অঙ্কের অর্থ ঢালছে সংস্থা।

নাডেলা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভারতের সম্ভাবনা অসীম। সেই লক্ষ্যেই দেশের এআই-ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, দক্ষ জনশক্তি তৈরি করা এবং ভারতের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য এই বিশাল তহবিল বরাদ্দ করা হচ্ছে।

wery pm modi fght.jpg

বৈঠকের পর নাডেলা এক্স-এ লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদীজিকে। ভারতের এআই-অবসর নিয়ে সত্যিই অনুপ্রেরণামূলক আলোচনা হয়েছে। ভারতের ‘এআই-ফার্স্ট’ ভবিষ্যৎ গড়তে আমরা ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছি—এশিয়ায় আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি।”

সরকারি মহলেও মনে করা হচ্ছে, এই বিনিয়োগের ফলে ভারতের প্রযুক্তি খাত, স্টার্ট-আপ, গবেষণা এবং ক্লাউড পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তন দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে, এআই-রেসে এগিয়ে যাওয়ার জন্য এটি ভারতের কাছে বড় সুযোগ।