বৃষ্টি নয়, বিপদ! হাওয়া, বজ্রপাত, দুর্যোগ! তিন দিনের জন্য লাল সতর্কতা জারি একাধিক রাজ্যে

মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, দিল্লি, কেরল, কর্ণাটকে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi rain

নিজস্ব সংবাদদাতা:দেশজুড়ে আবারও প্রকৃতির রোষ! মৌসম ভবন রবিবার একাধিক রাজ্যের জন্য জারি করল সতর্কতা। যা আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগ আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, কেরল, কর্ণাটক ও রাজধানী দিল্লিকে ঘিরে তীব্র বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

কেরল এবং কর্ণাটকের একাধিক জেলায় পরপর তিন দিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। এ সময় প্রবল বৃষ্টিপাত, ভূমিধস, জল জমে যাওয়ার সম্ভাবনা, এবং বজ্রপাতের মতো দুর্যোগ ঘটতে পারে বলে জানানো হয়েছে। প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নাগরিকদের ঘরের বাইরে অপ্রয়োজনে না বেরোনোর অনুরোধ করা হয়েছে।

Rain

এদিকে, দিল্লিতে শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর রাজধানী শহরকে রাখা হয়েছে হলুদ সতর্কতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী ২৪–৪৮ ঘণ্টায় দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরাখণ্ডেও দুর্যোগের পূর্বাভাস মিলেছে। পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির ফলে ধস এবং রাস্তা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। নদীর জলস্তর বাড়ায় নিচু এলাকা প্লাবনের ঝুঁকিতে রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।