১৫ লাখ টাকার পণ না পেয়ে স্ত্রীর খুন? মের্চেন্ট নেভি অফিসারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

পণের টাকা না পেয়ে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল মার্চেন্ট নেভি অফিসারের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
navy officer wife

নিজস্ব সংবাদদাতা: বিয়ের মাত্র ছয় মাসের মাথায় লখনউয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো ২৬ বছর বয়সী এক তরুণীর। মৃতার নাম মধু সিং, তিনি এক মের্চেন্ট নেভি অফিসারের স্ত্রী। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন, যা আত্মহত্যার নাটক হিসেবে সাজানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মধুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তার নিজ বাড়ি থেকে। কিন্তু মধুর পরিবার অভিযোগ তুলেছে—স্বামী অনুরাগ সিং তাকে দীর্ঘদিন ধরে পণের জন্য হয়রানি করছিলেন এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। মধুর বাবা এই ঘটনায় লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

madhu a

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অনুরাগ সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মধুর। অনুরাগ মের্চেন্ট নেভিতে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত। অভিযোগ, বিয়ের পরপরই তিনি মধুর কাছে ১৫ লক্ষ টাকা পণ দাবি করতে শুরু করেন। দাবি পূরণ না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতনও চলতে থাকে।

বর্তমানে পুলিশ মধুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। পরিবার জোর দিয়ে বলছে—মধুর মৃত্যু একটি সাজানো খুন, যা চাপা দিতে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করা হয়েছে।