/anm-bengali/media/media_files/1000061381.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের সাংলি জেলায় এক ডাক্তারি পড়ুয়া তরুণীর সঙ্গে চরম অমানবিক ঘটনা ঘটেছে। সহপাঠীদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই তরুণী। কিন্তু সেই পরিকল্পনার আড়ালে ছিল বিভীষিকার ছক। অভিযোগ, দুই সহপাঠী ও তাদের এক বন্ধু তাঁকে মাদক খাইয়ে গণধর্ষণ করেন।
পুলিশ জানিয়েছে, কর্নাটকের বেলাগাভির বাসিন্দা ২২ বছর বয়সি ওই তরুণী সাংলির একটি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ঘটনার দিন ছিল ১৮ মে। রাত ১০টা নাগাদ সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। অভিযুক্তরা জানান, সিনেমার আগে একটু বিশ্রাম নেওয়া যাক, এই বলে তরুণীকে একটি ফ্ল্যাটে নিয়ে যান।
/anm-bengali/media/media_files/9laMBY2QTHXft9w3AoRh.png)
সেখানে তরুণীকে অ্যালকোহল খাওয়ার জন্য চাপ দেন অভিযুক্তরা। তরুণী অচেতন হয়ে পড়লে, তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর হুমকি দেওয়া হয়,যদি তিনি ঘটনাটি কাউকে বলেন, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ।
পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দুই জন তরুণীর সহপাঠী, অপরজন তাঁদের বন্ধু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেডিক্যাল কলেজ ও শিক্ষামহলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us