“সন্ত্রাসে ভরপুর পাকিস্তান!” – মুম্বই হামলার বিচারেও নেই আন্তরিকতা, ভারতের বিস্ফোরক রিপোর্ট

মুম্বই হামলার বিচারেও পাকিস্তানের আন্তরিকতার অভাব রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ ভারতের বিদেশ মন্ত্রকের।

author-image
Tamalika Chakraborty
New Update
india pakistan

নিজস্ব সংবাদদাতা: সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করল ভারত। ২০২৪ সালের বার্ষিক রিপোর্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) জানিয়েছে, পাকিস্তান থেকে সৃষ্ট সন্ত্রাসের রাশ টানতে কোনওরকম কার্যকর বা বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি ইসলামাবাদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই রিপোর্টে বলা হয়েছে, "জাতিসংঘ কর্তৃক ঘোষিত একাধিক জঙ্গি ও জঙ্গি সংগঠন এখনও পাকিস্তানে নিশ্চিন্তে রমরমিয়ে চলছে। ২৬/১১ মুম্বই হামলার পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার বিষয়েও কোনও আন্তরিকতা দেখায়নি পাকিস্তান।"

রিপোর্টে আরও বলা হয়েছে, এ বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এ একযোগে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। সেই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

INDIA PAKISTAN

MEA জানিয়েছে, ভারত এখনো পাকিস্তান-স্পনসর্ড সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসবাদ ও মিথ্যে প্রচারের মুখোমুখি হচ্ছে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, "২০০৪ সালের জানুয়ারিতে পাকিস্তান যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ভূখণ্ড বা নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চলবে না, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। বরং আজও সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের ছায়া থেমে নেই।"

ভারত আন্তর্জাতিক মহলে এই বিষয়টি বারবার তুলে ধরেছে এবং চায় পাকিস্তান অবিলম্বে দৃশ্যমান, বাস্তবমুখী ও একমুখী পদক্ষেপ গ্রহণ করুক সন্ত্রাসবাদের বিরুদ্ধে।