মরিশাসের নির্বাচন প্রভাবিত করেছে ভারত! কী বললেন নির্বাচনী কমিশনার

মরিশাসের নির্বাচনী কমিশনার বলেন, সে দেশের নির্বাচন কখনও ভারত প্রভাবিত করে না।

author-image
Tamalika Chakraborty
New Update
MMMMMMMMMMMMMMMMMM

নিজস্ব সংবাদদাতা: মরিশাসে সদ্য নতুন সরকার গঠন হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফরের উদ্দেশ্যে রহনা দিয়েছেন। এই প্রসঙ্গে  মরিশাসের নির্বাচনী কমিশনার মোহাম্মদ ইরফান এ রহমান বলেছেন, "ভারত কখনও মরিশাসের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি, এবং তারা কখনও তা করবে না কারণ ভারত আমাদের প্রকৃত বন্ধু। ভারতের জনগণের সঙ্গে মরিশাসের জনগণের সুসম্পর্ক রয়েছে। সব সময় তা বজায় রাখার চেষ্টা করেছে দুই দেশই।" 

HBBBBBBER