/anm-bengali/media/media_files/2025/07/04/cctv-footage-2025-07-04-13-17-32.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের রামনগর জেলার চন্নাপট্টনা তালুক অতিক্রম করার সময় বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল হমসফর এক্সপ্রেস। চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
মহীশূর (মাইসুরু) থেকে উদয়পুরগামী এই ট্রেনটি বেঙ্গালুরু হয়ে যাচ্ছিল। তখনই ইঞ্জিনে স্ফুলিঙ্গের আভাস পান চালক ও রেলকর্মীরা। সতর্ক হয়ে দ্রুত ট্রেন থামানো হয়।
তৎপরতার সঙ্গে রেল কর্মচারীরা ও চন্নাপট্টনার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ট্রেনের চলাচল। দমকলের উপস্থিতিতে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর নেই। সকলে নিরাপদেই ছিলেন। ইঞ্জিনেই আগুন সীমাবদ্ধ থাকায় বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানান রেল আধিকারিকরা।
রেল কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।