/anm-bengali/media/media_files/2025/02/10/dlJoSkch7yKPx2TQEeiP.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির আউটার এলাকার নরেলা ডিএসআইআইডিসি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল একটি জুতোর কারখানা। আগুনে মুহূর্তের মধ্যে চারতলা ভবনটি পুরোপুরি পুড়ে যায়। রাতভর আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছে দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে হঠাৎ করে কারখানার ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালায়। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সম্পূর্ণ ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
দমকল বিভাগ জানিয়েছে, আগুনে বিপুল পরিমাণ জুতা, মেশিন ও কাঁচামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকারও বেশি বলে প্রাথমিক অনুমান। আগুনে কেউ হতাহত হননি, তবে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শিল্পাঞ্চলে।
একজন স্থানীয় শ্রমিক বলেন, “হঠাৎ আগুন লাগার পর আমরা প্রাণ বাঁচাতে বাইরে ছুটে যাই। চোখের সামনে পুরো ভবনটা আগুনে গিলে নিচ্ছিল।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
প্রশাসন জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডে আবারও প্রশ্ন উঠছে—দিল্লির শিল্পাঞ্চলগুলিতে কতটা মানা হচ্ছে অগ্নি-নিরাপত্তা বিধি? শ্রমিকরা দাবি করেছেন, বেশিরভাগ কারখানাতেই নেই যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us