আরসিবির উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু, গ্রেফতার দলটির মার্কেটিং প্রধান! কোহলিও কি দায় এড়াতে পারেন?

বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আরসিবির মার্কেটিং প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
arrested bihar

নিজস্ব সংবাদদাতা: ১৮ বছরের অপেক্ষার শেষে অবশেষে আইপিএল ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির আবেগঘন কান্না, শহরের রাজপথে মানুষের ঢল—সব মিলিয়ে এক ঐতিহাসিক রাত হয়ে উঠেছিল চিন্নাস্বামী। তবে সেই বিজয় উৎসবই মুহূর্তে রূপ নেয় বিভীষিকায়।

চিন্নাস্বামীর বাইরে অনিয়ন্ত্রিত জনজোয়ারে পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০। উৎসবের উন্মাদনা, নিরাপত্তার অভাব আর অব্যবস্থাপনার খেসারত দিতে হল সাধারণ মানুষকে। উৎসবকে ঘিরে এমন মর্মান্তিক ঘটনার পরে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

RCB celebration d

এই ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিনজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে কর্ণাটক সরকার। তবে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এবার সরাসরি ফ্র্যাঞ্চাইজির দিকেও আঙুল উঠেছে।

গ্রেফতার করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং প্রধান নিখিল সোসালেকে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দুই শীর্ষ কর্তাকেও আটক করা হয়েছে। পুলিশের অভিযোগ, অপরাধমূলক অবহেলা ও জনসুরক্ষায় মারাত্মক গাফিলতির ফলেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।