অবশেষে অস্ত্র নামাতে রাজি মাওবাদীরা! কেন্দ্রকে একমাসের যুদ্ধবিরতির প্রস্তাব

কেন্দ্রকে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিল মাওবাদীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
mao leaders


নিজস্ব সংবাদদাতা: মাওবাদী সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী) এক বড় ঘোষণায় জানিয়েছে, তারা আপাতত সশস্ত্র হামলা স্থগিত করছে এবং সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

Maoist fdf

সাম্প্রতিক সময়ে ছত্তিশগড়ের আবুজমাড় ঘাঁটি পতন এবং ধারাবাহিক অভিযানে শীর্ষ নেতাদের নিহত হওয়ার পর মাওবাদীরা কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এমন অবস্থায় সংগঠনটি নিজেদের ভেতরে আলোচনার জন্য সময় চাইছে এবং একই সঙ্গে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছে।

এটাই প্রথমবার, মাওবাদীরা প্রকাশ্যে সহিংসতা বন্ধ করে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করল। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তবে দীর্ঘ দশক ধরে রক্তাক্ত বিদ্রোহে ক্ষত-বিক্ষত এলাকাগুলিতে শান্তির নতুন দিশা আসতে পারে।