ভাড়াবাড়িতে লুকিয়ে, দিনমজুর সেজে… এভাবেই শহরে ঘাপটি মেরেছিল মাওবাদী দম্পতি

ছত্তিশগড়ের মাওবাদী দম্পতিকে গ্রেফতার করল পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
mao couple

নিজস্ব সংবাদদাতা: ছত্তীসগড়ের রাজধানী রায়পুরে রাজ্য তদন্ত সংস্থা (SIA)-র জালে ধরা পড়ল এক ভয়ঙ্কর মাওবাদী দম্পতি। যাদের মাথার উপর মিলিয়ে মোট ১৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত ছিল। এই গ্রেপ্তারি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে, কারণ বহু বছর ধরে এই দম্পতি সাধারণ শ্রমিক সেজে লোকালয়ের ভেতরেই গা-ঢাকা দিয়ে ছিল।

arrested 123

ধৃতদের নাম জগ্গু কুরসম ওরফে রবি ওরফে রমেশ (২৮) এবং তার স্ত্রী কমলা কুরসম (২৭)। গত ২৩ সেপ্টেম্বর রায়পুরের চাঙ্গোরাভাট্টা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, দু’জনেই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তারা কখনও রায়পুরে, কখনও ভিলাই কিংবা দুর্গে ভাড়া ঘরে থাকত এবং নিজেদের পরিচয় দিত নির্মাণ শ্রমিক বা দৈনিক মজুর হিসেবে। কিন্তু আসলে তারা গোপনে চালাচ্ছিল নিজেদের মাওবাদী নেটওয়ার্ক।