রাজভবন ঘেরাও! ‘মণিপুর’ মুছে ফেলার ষড়যন্ত্রে ক্ষুব্ধ সাধারণ মানুষ

শিরুই উৎসবের আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর।

author-image
Tamalika Chakraborty
New Update
manipur  vv

নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে মণিপুরের ইম্ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের রাজধানীর রাজভবনের দিকে শত শত বিক্ষোভকারী মিছিল করে এগিয়ে যান। অভিযোগ, শিরুই উৎসব উপলক্ষে উখরুলগামী MST (Manipur State Transport)-এর বাসগুলি থেকে 'মণিপুর' শব্দটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় বিক্ষোভকারীরা গভীর ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, অবিলম্বে রাজ্যের নাম অপসারণের নির্দেশ প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Manipur

বিক্ষোভকারীরা আরও দাবি জানান, রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি (DGP), এবং নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। তাঁরা অভিযোগ তোলেন, এটা শুধু একটি প্রশাসনিক নির্দেশ নয়, এটি মণিপুরের পরিচয় ও মর্যাদার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত আঘাত।

রাজ্য প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।