হিমাচলে প্রকৃতির তাণ্ডব! মান্ডিতে ১০টি মেঘভাঙা বৃষ্টি, মৃত্যু আর ধ্বংসে স্তব্ধ জনজীবন

হিমালচলে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি।

author-image
Tamalika Chakraborty
New Update
himachal rain cloud brust

নিজস্ব সংবাদদাতা: গত কয়েক দিনের টানা মুষলধারে বৃষ্টিপাত হিমাচল প্রদেশজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। রাজ্যের মান্ডি জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিণত হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, শুধুমাত্র মান্ডি জেলায়ই ১০টি ক্লাউডবার্স্টের (মেঘভাঙা বৃষ্টি) ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং অবকাঠামোগত বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এই ক্লাউডবার্স্ট ছাড়াও রাজ্যজুড়ে এখন পর্যন্ত চারটি ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে এবং অসংখ্য ভূমিধস দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, বিশেষত মান্ডির পান্ডোহ বাঁধে পানির স্তর বিপদসীমার উপর উঠে গেছে। রেকর্ড করা হয়েছে বছরের সর্বোচ্চ জল নিঃসরণ — প্রতি সেকেন্ডে ১,৫৭,০০০ কিউসেক। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, বৃষ্টিপাতের তীব্রতা কতটা বিপজ্জনক হয়ে উঠেছে এবং এটি ডাউনস্ট্রিম অঞ্চলের জন্য কত বড় হুমকি।

himachal rain

জননিরাপত্তার স্বার্থে মান্ডি-সহ আশপাশের সমস্ত স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এই সতর্কতামূলক পদক্ষেপ মূলত আরও প্রাণহানি ঠেকাতে এবং জরুরি পরিষেবাকে অবাধে কাজ করার সুযোগ দিতে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে এনডিআরএফ ও স্থানীয় বাহিনী।