বিমানে আতঙ্ক, চড়, আর এক রহস্যময় নিখোঁজ! আসামের যুবককে শেষ দেখা গিয়েছিল ভাইরাল ভিডিওতে!

আসামের নিখোঁজ যুবককে শেষ দেখা গিয়েছিল ভাইরাল ভিডিওতে, দাবি পরিবারের।

author-image
Tamalika Chakraborty
New Update
assam man missing

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিগো বিমানে মাঝ-আকাশে আতঙ্কে ভেঙে পড়েছিলেন আসামের এক যুবক। তাকে সহযাত্রী এক ব্যক্তি প্রকাশ্যেই থাপ্পড় মারেন। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওতেই চেনা গেল নিখোঁজ হয়ে যাওয়া ৩২ বছরের হুসেন আহমেদ মজুমদারকে, দাবি করেছে তার পরিবার।

কাছাড় জেলার বাসিন্দা হুসেন মুম্বই থেকে শিলচর যাওয়ার পথে, ফ্লাইট 6E-2387-এ উঠেছিলেন। বৃহস্পতিবার বিমানেই আচমকা প্রবল প্যানিক অ্যাটাক হয় তার। এরকম মানসিক পরিস্থিতিতে শারীরিক উপসর্গও দেখা দেয়। বিমানের দুই কেবিন ক্রু তখন তাকে সাহায্য করে বিমান থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় এক যাত্রী, যিনি আইল সিটে বসেছিলেন, উঠে এসে আচমকাই চড় মেরে বসেন হুসেনকে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অন্য যাত্রীরা এবং কেবিন ক্রুরা প্রতিবাদ করছেন ওই হিংসার। অভিযুক্ত সহযাত্রীর নাম হাফিজুল রহমান, যাকে বিমান কলকাতায় নামার পরই সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

shillong airport

তবে ঘটনার পর থেকেই হুসেন নিখোঁজ। শিলচরে পৌঁছনোর কথা ছিল তার, কিন্তু তিনি সেখানে যাননি। পরিবারের সদস্যরা প্রথমে ঘটনাটি জানতেন না, তারা শুধু বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন। পরে ভাইরাল ভিডিও দেখে চেনেন হুসেনকে। পরিবারের অভিযোগ, বহুবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না হুসেনের সঙ্গে, মোবাইল ফোন বন্ধ। এর পরেই তারা স্থানীয় উদারবন্দ থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং বিমানবন্দর ও সিআইএসএফ-এর কাছেও অভিযোগ জানান।

হুসেনের বাবা আব্দুল মান্নান মজুমদার জানান, "ও তো বহুবার এই রুটে গিয়েছে ছুটি কাটাতে। এবার কীভাবে এরকম হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ভিডিও দেখে বুক কেঁপে উঠেছে, এখন ও কোথায় আমরা জানি না।"

ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনার সময় বিমান কর্মীরা সবরকম প্রোটোকল মেনে পদক্ষেপ নিয়েছেন। যিনি হিংসার পথ অবলম্বন করেছেন, তাকে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আইনগত পদক্ষেপ শুরু হয়েছে।” তবে তারা হুসেনের অবস্থান সম্পর্কে কোনও তথ্য দেয়নি।