/anm-bengali/media/media_files/2025/09/06/meta-alert-2025-09-06-11-27-44.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ইটাওয়ায় ২৩ বছরের এক যুবকের প্রাণ বাঁচাল পুলিশ, তাও শেষ মুহূর্তে। বুধবার গভীর রাতে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা পুলিশের সদর দফতরে একটি বিপজ্জনক অ্যালার্ট পাঠায়।
৪ সেপ্টেম্বর রাত ১১টা ৩৩ মিনিটে লখনউ পুলিশ সদর দফতরের সোশ্যাল মিডিয়া সেন্টারে সেই বার্তা আসে। তাতে জানানো হয়, এক যুবক ফেসবুকে লিখেছেন যে তিনি রেললাইনে বসে আছেন এবং সেদিন রাতেই নিজের জীবন শেষ করবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/07/WbQrz8L2QRMifIL0UVbw.jpeg)
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ রাজীব কৃষ্ণ তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দ্রুত ওই যুবকের মোবাইল নম্বর ও লোকেশন ট্রেস করা হয়। দেখা যায় তিনি ইটাওয়া জেলার সিভিল লাইনস থানার এলাকায় আছেন।
এরপর মাত্র ১০ মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ দল তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশি তৎপরতায় ওই যুবককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন বার্তাগুলি কতটা গুরুতর হতে পারে তা স্পষ্ট। সময়মতো সতর্কতা না এলে হয়তো আরেকটি প্রাণ হারিয়ে যেত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us