/anm-bengali/media/media_files/2025/06/27/puneet-2025-06-27-07-45-44.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্নাটকের মাণ্ড্যায় এক নারকীয় হত্যাকাণ্ডে গ্রেফতার হল এক যুবক। ফেসবুকে আলাপ হওয়ার কয়েক দিনের মধ্যেই এক বিবাহিত প্রেমিকাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ২৮ বছর বয়সী প্রীতি নামের ওই মহিলা হাসান জেলার হোসাকোপ্পা এলাকার বাসিন্দা ছিলেন। ২৩ জুন তাঁর স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, প্রীতির মোবাইল ফোন এখনও সক্রিয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/01/4WzlNfutes5F5ECjJ8Qd.jpg)
মাণ্ড্যার পুলিশ সুপার মল্লিকার্জুন বলাডান্ডি জানান, ফোনে যোগাযোগ করলে করোটি গ্রামের পুণীত নামে এক যুবক ফোন রিসিভ করে। সে জানায়, “প্রীতি আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল, পরে বাসে চলে যায়। মোবাইলটা ফেলে গেছে, তাই এখন আমার কাছে।”
এই তথ্য ঘিরে তদন্ত আরও গভীর হয় এবং অবশেষে ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিকই যে প্রীতিকে হত্যা করেছে, তা স্পষ্ট হয়ে যায়।
এই ঘটনা সমাজে ডিজিটাল সম্পর্কের বিপজ্জনক দিক আরেকবার সামনে এনে দিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us