ত্রিশূরে ভাড়া বাড়ি থেকে আধপোড়া দেহ উদ্ধার, নিখোঁজ সানিকে ঘিরে রহস্য গভীর হচ্ছে

ত্রিশুরে ভাড়া বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: রবিবার কেরালার ত্রিশূর জেলার চাওন্নুর এলাকায় এক ভাড়া বাড়ির ঘর থেকে আংশিকভাবে পুড়ে যাওয়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে ঘটনায় খুনের আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরটি ভাড়া নিয়েছিলেন  সানি নামের এক ব্যক্তি। যার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে, এমনকি একটি হত্যার মামলাতেও তার নাম জড়িয়ে ছিল। শনিবার সকাল থেকে সানিকে কেউ দেখেনি, তিনি তখন থেকেই নিখোঁজ।

dead

রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে কুন্নামকুলাম থানায় খবর দেন। এরপর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর ঘরের ভেতর থেকে আধপোড়া দেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহটি পুড়িয়ে হত্যার চেষ্টার আশঙ্কা করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। এদিকে, সানির রহস্যজনক নিখোঁজ হওয়া ও পুড়ে যাওয়া দেহের সংযোগ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

পুরো ঘটনাকে ঘিরে চাওন্নুরে ভয়, রহস্য আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার পেছনের আসল সত্য উদঘাটনে তৎপর হয়েছে।