New Update
/anm-bengali/media/media_files/l1x6KTjTB4zGTv6Cp5wb.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ফের কেন্দ্রের কাছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন। তাঁর কথায়, অপারেশন সিঁদুর এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।
সংবাদমাধ্যমের সামনে খাড়গে বলেন, পাকিস্তান পর্যন্ত এই বিষয়ে তাদের সংসদে আলোচনা করছে, আর ভারত সরকার এখনও চুপ। কেন্দ্রেরও একই রকম গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা শুরু করা উচিত।
/anm-bengali/media/media_files/NRxSt1h1GM7Ig5861WI9.jpg)
তিনি আরও বলেন, গোটা দেশ সেনাবাহিনীর পাশে আছে। জাতীয় নিরাপত্তা নিয়ে সবাইকে একজোট হয়ে কথা বলতে হবে। খাড়গে সব রাজনৈতিক দলকে অনুরোধ করেন, যেন কেউ এই বিষয়ে রাজনীতি না করে এবং দায়িত্বশীল আচরণ করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us