ট্রাম্প ও মোদীর বন্ধুত্বের মূল্য চোকাতে হচ্ছে ভারতকে! এবার বিস্ফোরক মন্তব্য কংগ্রেস প্রধানের

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্বের খোঁটা দিলেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।

author-image
Tamalika Chakraborty
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার শুল্ক নীতিকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। রবিবার কালাবুরগীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধু হতে পারেন, কিন্তু মোদী এখন দেশের জন্য “শত্রু” হয়ে উঠেছেন।

রাজ্যসভার বিরোধী দলনেতা খড়গের অভিযোগ, মোদী ও ট্রাম্প একে অপরের জন্য ভোট চেয়েছিলেন, একে অপরকে সাহায্য করেছিলেন। কিন্তু তাদের এই বন্ধুত্ব হয়েছে ভারতের ক্ষতির বিনিময়ে। তিনি বলেন, “ট্রাম্প আর মোদী বন্ধুত্ব করতে পারেন, কিন্তু মোদী জাতির শত্রুতে পরিণত হয়েছেন। তিনি দেশের পরিবেশ নষ্ট করে দিয়েছেন।”

mallikarjun kharge editted.jpg

মার্কিন শুল্কের প্রসঙ্গে কংগ্রেস সভাপতি অভিযোগ তোলেন, ট্রাম্প ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন। এর ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খড়গে বলেন, “ট্রাম্প বিরাট শুল্ক চাপিয়েছেন। ৫০ শতাংশ শুল্কের কারণে তিনি আমাদের মানুষের সর্বনাশ করেছেন।”

তিনি মোদীকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনি আপনার মতাদর্শে অটল থাকুন এবং দেশের মানুষকে রক্ষা করুন। কারণ দেশ প্রথমে আসবে, বন্ধুত্ব পরে।”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, মোদী-ট্রাম্প ঘনিষ্ঠতা ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, আর শুল্কনীতি তার প্রমাণ।