বিজেপি জনগণের ইচ্ছাকে সম্মান করতে পারে না! কেন বললেন প্রবীণ নেতা

কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "বিজেপি মোদীজিকে ভয় পান। তারা জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে পারে না। কংগ্রেসই হল দেশের আসল জনগণ।"

author-image
Tamalika Chakraborty
New Update
congres mallikarjun.jpg

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, "অন্ধ্রপ্রদেশের বিজেপিতে এখন বাবু, জগন আর পবন রয়েছে। তাঁরা মোদীজিকে ভয় পান। তাঁরা জনগণের ইচ্ছাকে সম্মান করতে জানেন না।  কংগ্রেস আসলে দেশের জনগণ। 'We the people.'"

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg