মালকানগিরি কাণ্ডে তোলপাড়! মাথাবিহীন দেহ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর

মালকানগিরির পোতেরু নদীতে মহিলার মাথাবিহীন দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা মানস দত্তর বিতর্কিত মন্তব্যে তোলপাড়। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।

author-image
Tamalika Chakraborty
New Update
odisha leader


নিজস্ব সংবাদদাতা:পোতেরু নদীতে এক মহিলার মস্তকহীন দেহ উদ্ধার ঘিরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর বিজেপি নেতা মানস দত্ত দাবি করেছেন, দেশের নিরাপত্তার জন্য বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীরা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, তাঁর মতে বহু অপরাধমূলক ঘটনার নেপথ্যে এদের ভূমিকা থাকে।

dead

মানস দত্ত আরও জানান, মালকানগিরির এই ঘটনাকে সরকার গুরুত্ব সহকারে দেখছে। ঘটনার তদন্ত চলছে এবং কীভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন এখনও ঘটনার প্রকৃত কারণ জানায়নি, তবে তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন বলে জানান।