বিরোধীরা আগেই হার মেনে বসে রয়েছেন! বিস্ফোরক মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর

বিরোধীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়াঙ্কুলে বলেছেন, গোটা রাজ্যে যে ভোটার তালিকায় ভুল রয়েছে এমন অভিযোগ তুলে বিরোধী শিবির এক ধরনের গল্প তৈরির চেষ্টা করছে। বিরোধীরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চায় এ বিষয়ে। তাঁর বক্তব্য, “বিরোধীরা এখনই হেরে যাওয়ার মানসিকতা নিয়ে নেমেছে। তারা জানে এবার সব নির্বাচনে তাদের হার অনিবার্য।”

maharashtra minister


মন্ত্রী আরও জানান, বিরোধীরা জনমত হারানোর আশঙ্কায় বিভ্রান্তি ছড়াতে চাইছে। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ বিজেপি-কে সমর্থন করছেন বলেই বিরোধীরা আগে থেকেই পরাজয়ের কথা ভাবছে। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গোটা প্রক্রিয়া স্বচ্ছভাবে চালাচ্ছে, তাই ভোটার তালিকা নিয়ে অযথা অপপ্রচারে কান দেওয়ার সুযোগ নেই।