/anm-bengali/media/media_files/2025/06/29/devendra-faranvish-2025-06-29-20-55-42.jpg)
নিজস্ব সংবাদদাতা: তীব্র বিরোধিতা ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে পিছু হটল মহারাষ্ট্র সরকার। তিন ভাষা নীতি সংক্রান্ত বিতর্কিত সংশোধিত সরকারি সিদ্ধান্ত (GR) বাতিল করল রাজ্য মন্ত্রিসভা। রবিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ঘোষণা করেন, নতুনভাবে তিন ভাষা নীতির পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফড়নবীস বলেন, রাজ্যের প্রাথমিক স্কুলে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে যেভাবে জনমত ও রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এসেছে, তা বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5oKDyxxwd9ckfF06WiDL.webp)
তিনি জানান, “আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তিন ভাষা নীতির বাস্তবায়ন কীভাবে হবে, তা খতিয়ে দেখতে ডঃ নরেন্দ্র জাধবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই এই নীতি বাস্তবায়নের দিকে এগোবে সরকার।”
ফড়নবীস আরও স্পষ্ট করে বলেন, “তাই আমরা আগের দুইটি সরকারি রেজোলিউশনই বাতিল করছি। এই কমিটি সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে ভাষা নীতির মূল কেন্দ্রবিন্দু হল মারাঠি।”
সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই জনমতের জয় বলে মনে করছেন। মহারাষ্ট্রে ভাষা ও সংস্কৃতির প্রশ্নে মারাঠি ভাষার গুরুত্ব বরাবরই আবেগঘন বিষয়। ফলে প্রাথমিক স্তরে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা থেকে বাঁচতেই এ সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us