/anm-bengali/media/media_files/2025/07/19/maharashtra-mass-suicide-2025-07-19-11-56-03.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের সাংলি জেলার নাঙ্গোলে গ্রামে শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। একই পরিবারের চারজন সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুই মহিলাকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। অপর দুই পুরুষ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশার কথা, পরিবারের দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে।
মৃতদের মধ্যে রয়েছেন ৪৫ বছরের রমেজা আলাউদ্দিন পাতিল এবং ৩০ বছরের কাজল সামীর পাতিল। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন মকবুল পাতিল ও সামীর আলাউদ্দিন পাতিল। এই চারজনই নাঙ্গোলে গ্রামের ধালগাঁও রোডে একসঙ্গে বসবাস করতেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পুলিশের প্রাথমিক অনুমান, তারা সকলেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রবার সকালে পরিবারের এক বয়স্ক মহিলা সদস্য চারজনকেই অচেতন অবস্থায় দেখে চিৎকার শুরু করেন, এরপর প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে দু'জন মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়, আর বাকি দুই পুরুষ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, এটি সম্ভাব্য "গণ আত্মহত্যা"র ঘটনা বলে মনে করা হচ্ছে। কেন এই চরম পদক্ষেপ নিল পরিবারটি, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বাড়ির আশপাশের এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
পরিবারের দুই শিশু এই বিভীষিকার মাঝেও অক্ষত অবস্থায় রয়েছে— এটি এই করুণ ঘটনার মধ্যে একমাত্র আশার আলো ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us