বিজেপির কারচুপিতে ভোট দিতে পারেননি সাধারণ মানুষ! উঠল ভয়াবহ অভিযোগ

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, "আমি দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে বিপুল সংখ্যায় যাচ্ছেন কিন্তু অসুবিধার কারণে তাঁদের ফিরে যেতে হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
shiv-sena-ubt-chief-uddhav-thackeray-300404-16x9

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, "আমি দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে বিপুল সংখ্যায় যাচ্ছেন কিন্তু অসুবিধার কারণে তাঁদের ফিরে যেতে হয়েছে। ভিতরে অনেক সময় নেওয়া হচ্ছে যাতে তাঁরা ভোট না দিয়ে ফিরে আসেন। সকল ভোটারদের অনুরোধ যে, সময় লাগলেও অনুগ্রহ করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।"

shiv sena 2.jpg

 tamacha4.jpeg