মহারাষ্ট্র সরকার অসংবিধানিক! তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের সভাপতির

রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ঘটনাপ তীব্র প্রতিক্রিয়া দেখান রাজ্য কংগ্রেস সভাপতি নানা প্যাটেল। তিনি বলেন, দেশের মানুষ রাহুল গান্ধীর ত্যাগ ও কঠোর পরিশ্রমকে মেনে নিয়েছেন৷

author-image
Tamalika Chakraborty
New Update
congress state president.JPG

নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধীকে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মন্তব্যের প্রসঙ্গে রাজ্য কংগ্রেস সভাপতি নানা প্যাটেল বলেছেন, "দেশের মানুষ রাহুল গান্ধীর ত্যাগ ও কঠোর পরিশ্রমকে মেনে নিয়েছেন৷ তিনি যেভাবে কৃষক, যুবক, শ্রমিক এবং ২৫টি গ্যারান্টি দিয়েছেন, তাতে দেশের মহিলাদের তাঁর প্রতি মানুষের আস্থা বেড়েছে।  মহারাষ্ট্র সরকারকে অসাংবিধানিক বলে আমরা বলছি না, কিন্তু সুপ্রিম কোর্ট তাই বলেছে। একটি অসাংবিধানিক সরকারের মুখ্যমন্ত্রীর রাহুল গান্ধীর মতো কাউকে নিয়ে কথা বলার অধিকার নেই।"

rahul gandhii ghj.jpg

Eknath Shinde

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg