রাস্তায় দাঁড়িয়ে ছিলেন পরিবার, মুহূর্তে নিথর চার! ভয়াবহ দুর্ঘটনায় কাঁপল রাজ্য

মধ্যপ্রদেশের রেওয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়ি বাইককে ধাক্কা মেরে পথচারীদের উপর উঠে যায়। মৃত অন্তত চারজন, আহত চার। এক পরিবারের তিনজনের করুণ মৃত্যু। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, রেওয়া–প্রয়াগরাজ সড়ক অবরোধে উত্তপ্ত এলাকা।

author-image
Tamalika Chakraborty
New Update
madhya pradesh accident

নিজস্ব সংবাদদাতা:  রেওয়ার তেনদুয়া গ্রাম। রবিবার বিকেলে হঠাৎ এক ভয়াবহ শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই চিৎকার, কান্না, আর বিশৃঙ্খলার মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল একের পর এক দেহ। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত চারজন, আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেওয়া থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল একটি স্করপিও। পথে তেনদুয়া এলাকায় এক মহিলার চালানো মোটরবাইককে জোর ধাক্কা মারে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিওটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছ’জন মানুষকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের — রমনারেশ সাকেত, রুচি সাকেত এবং রঞ্জনা সাকেত। আহতদের প্রথমে গঙ্গেও-র কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়, পরে তাঁদের রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Crime

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষুব্ধ মানুষজন রেওয়া–প্রয়াগরাজ জাতীয় সড়ক অবরোধ করে দেন। তাঁদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা বন্ধ থাকে ওই ব্যস্ত রুটে যান চলাচল। এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছান এসডিএম মঙ্গওয়া সঞ্জয় জৈন এবং স্থানীয় থানার পুলিশ বাহিনী। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য দেওয়া হচ্ছে।

গ্রামজুড়ে এখন শুধুই শোকের সুর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “গাড়িটা এমন গতিতে ছুটে আসছিল, কিছু বোঝার আগেই সবাই উড়ে গেল। চোখের সামনে সব শেষ হয়ে গেল।” দুর্ঘটনার রেশে এখনও থমথমে রেওয়া।