মাফিয়ার সঙ্গে পুলিশের আঁতাত? আত্মহত্যার আগে ভয়ঙ্কর অভিযোগ তুলে গেলেন ASI প্রমোদ পবন

সিনিয়ররা জতিগত অপমান বার বার করতেন, আত্মহত্যার আগে ভয়ঙ্কর অভিযোগ ASI-এর।

author-image
Tamalika Chakraborty
New Update
adhya pradesh police

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের দাতিয়া জেলার গোনদান থানায় কর্মরত ৫১ বছর বয়সী সহকারী সাব-ইন্সপেক্টর (ASI) প্রমোদ পবন-এর রহস্যজনক আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি কোয়ার্টারের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে ২১ জুলাই। এই ঘটনায় পুলিশের উচ্চ মহলে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, মৃত্যুর আগে একাধিক ভিডিও রেকর্ড করেন ASI পবন, যেখানে তিনি উর্দি পরে স্পষ্টভাবে অভিযোগ করেন যে, তাঁর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালাচ্ছিলেন উচ্চপদস্থ পুলিশকর্তারা। তিনি ভিডিও বার্তায় আরও অভিযোগ করেন, তাঁকে জাতিগতভাবে অপমান করা হতো এবং কিছু সিনিয়র অফিসারের সঙ্গে স্থানীয় মাফিয়াদের সরাসরি যোগসাজশ রয়েছে।

dead

ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, মৃত্যুর আগে নিজেই তাঁর শেষ কথা রেকর্ড করছেন প্রমোদ পবন। তিনি বলেন, “আমার মৃত্যুর জন্য দায়ী কিছু সিনিয়র অফিসার, যারা শুধু আমাকে নয়, বহু নিচু পদে থাকা কর্মীদের দিনের পর দিন অপমান ও হেনস্তা করেন।”

এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি, তবে পুরো ঘটনাটি তদন্তে উচ্চপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর।