নিরাপত্তা কোথায়? মেয়েটির গলা কাটা হল হাসপাতালের মধ্যেই, আর সবাই দাঁড়িয়ে রইল!

মধ্যপ্রদেশে একটি হাসপাতালের ভিতর নার্সিং ছাত্রীর গলা কেটে খুন করল প্রেমিক।

author-image
Tamalika Chakraborty
New Update
madhya pradesh murder

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলা হাসপাতালে ঘটল এক লোমহর্ষক ও মর্মান্তিক হত্যাকাণ্ড, যা জননিরাপত্তা এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতাকে নগ্ন করে তুলেছে। ২৭ জুন, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে দিনের আলোয় প্রকাশ্যে খুন হল ১৯ বছরের এক তরুণী, সন্ধ্যা চৌধুরী। এই ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে অভিযুক্ত অভিষেক কোষ্ঠি।

সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়াবহ মোবাইল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত অভিষেক কালো জামা পরে মেয়েটিকে থাপ্পড় মারছে, মাটিতে ফেলে তার বুকের ওপর বসে রীতিমতো ছুরি দিয়ে গলা কেটে দিচ্ছে—আর সেই সময় হাসপাতালের চিকিৎসক, নিরাপত্তারক্ষী ও সাধারণ মানুষ সবাই দাঁড়িয়ে তাকিয়ে আছে, কেউ কোনো সাহায্য করল না।

হাসপাতালের মত এক “নিরাপদ” স্থানে এই হত্যাকাণ্ড সবাইকে স্তব্ধ করে দিয়েছে। এটি কেবল এক তরুণীর জীবন কেড়ে নেয়নি, বরং গোটা সমাজের নীরবতা, ভীতু মনোভাব এবং অসাড় ব্যবস্থাপনার নগ্ন চিত্র তুলে ধরেছে।

madhya pradesh killed

অভিযুক্ত অভিষেক প্রথমে মেয়েটিকে জোর করে মাটিতে ফেলে দেয়, তারপর ছুরির আঘাতে গলা কেটে দেয়। আশপাশে উপস্থিত বহু মানুষ এই দৃশ্য দেখেও চুপ থাকেন। হত্যার পর, অভিষেক নিজেকে খুনের চেষ্টা করে, কিন্তু সফল না হয়ে বাইকে উঠে পালিয়ে যায় হাসপাতাল চত্বরে থেকেই।

এই ঘটনা হাসপাতালের সিসিটিভি এবং মোবাইল ফুটেজে ধরা পড়ে, যা দেখে গোটা রাজ্য এবং দেশ স্তম্ভিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।