কালভার্ট পার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা! মুহূর্তে নদীতে গড়িয়ে গেল গাড়ি, প্রাণ গেল দুই তরতাজা যুবকের

ট্রাকের ধাক্কায় নদীতে পড়ে গেল গাড়ি। দুই জনের মৃত্যু।

author-image
Tamalika Chakraborty
New Update
car fall in river

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের দেবাস জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার ইন্দোর-বেতুল হাইওয়েতে মোখাপিপল্যা গ্রামের কাছে একটি চলন্ত গাড়ি কালিসিন্ধ নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বাগলি তহসিলের অন্তর্গত কামলাউর থানার অন্তর্গত এলাকায়, যখন গাড়িটি একটি কালভার্ট পার হচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ভারী ট্রাক আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সোজা নদীর জলে পড়ে যায়।

dead

দুর্ঘটনার পরই স্থানীয় গ্রামবাসীরা ও কামলাপুর থানার পুলিশ একত্রিত হয়ে দ্রুত উদ্ধার কাজে নামেন। জলে ডুবে থাকা গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে বাগলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ইন্দোরে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্তে নেমেছে পুলিশ।