নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ (সংশোধন) বিলের প্রসঙ্গে এলজেপি (রাম বিলাস) সাংসদ শাম্ভবী চৌধুরী বলেছেন, "আমাদের দল এই সংশোধনী বিলের সমর্থনে রয়েছে। আমাদের দল সবসময় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে। আমরা সংশোধনীকে সমর্থন করি। কিন্তু বিলটি যদি কমিটিতে যায়, আমাদের কোনো আপত্তি নেই।"
/anm-bengali/media/media_files/Gsj429U0HFvE6htNvCwq.jpg)
/anm-bengali/media/media_files/qz4Z0mVKqVMVmLeAmJeb.jpg)