“ক্ষমতায় থাকতেই ভাবা উচিত ছিল!”— তেজস্বী যাদবকে একহাত এলজেপি সাংসদ শম্ভবী চৌধুরীর

বিহার রাজনীতিতে সংরক্ষণ ইস্যুতে ফের ঝড়। তেজস্বী যাদবকে কটাক্ষে আক্রমণ করলেন এলজেপি সাংসদ শম্ভবী চৌধুরী। অভিযোগ, ক্ষমতায় থেকেও কিছু করেননি, ভোটের আগে বিভ্রান্তি ছড়াচ্ছেন তেজস্বী।

author-image
Tamalika Chakraborty
New Update
lpg mp

নিজস্ব সংবাদদাতা: বিহার রাজনীতিতে ফের সংরক্ষণ ইস্যুতে তপ্ত পরিস্থিতি। এবার তেজস্বী যাদবকে তীব্র কটাক্ষে আক্রমণ করলেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) সাংসদ শম্ভবী চৌধুরী। তাঁর অভিযোগ, ভোটের মুখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাই করছেন আরজেডি নেতা তেজস্বী।

শম্ভবী বলেন, “যদি সত্যিই সংরক্ষণের পরিধি বাড়ানো নিয়ে এত চিন্তা থাকে, তাহলে তিনি যখন বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তখনই কেন এই উদ্যোগ নেননি? এটা তো কোনও পুরনো বিষয় নয়। আজ নির্বাচন সামনে আসতেই নতুন করে মানুষকে প্রলোভন দেখানোর চেষ্টা চলছে।”

h

তাঁর আরও সংযোজন, “ক্ষমতায় থাকতে কোনও পদক্ষেপ না নিয়ে এখন ভোটের আগে সংরক্ষণের নামে প্রতিশ্রুতি দিচ্ছেন তেজস্বী। এটা জনগণকে বিভ্রান্ত করার একটা রাজনৈতিক চাল ছাড়া কিছু নয়। ভোট শেষ হলে তাঁর সুর পাল্টে যাবে, এটা সময়ই প্রমাণ করবে।”

বিহার জুড়ে চলা ভোট প্রচারের মাঝে তেজস্বীর সাম্প্রতিক মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি সম্প্রতি জানিয়েছেন, রাজ্যে সংরক্ষণের পরিধি বাড়ানোর বিষয়টি তাঁর দলের অগ্রাধিকার হবে। কিন্তু সেই ঘোষণার পর থেকেই বিরোধীদের অভিযোগ— এ সবই ‘ভোটের স্টান্ট’।

শম্ভবী চৌধুরীর মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। আরজেডি নেতারা পাল্টা বলছেন, “জনগণের জন্য কাজ করলেই বিজেপি-জোটের গায়ে জ্বালা ধরে।” তবে বিশ্লেষকদের মতে, সংরক্ষণ ইস্যুটি এই নির্বাচনে এক বড় রাজনৈতিক তাস হয়ে উঠেছে, যা নিয়ে দুই শিবিরের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই শুরু হয়ে গিয়েছে।