/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
নিজস্ব সংবাদদাতা:ভোরের দিকে হালকা শীত-শীত ভাব থাকলেও, মনে হওয়া উচিত না যে শীত এসে গেছে। আসলে বাংলা ও বাঙালির জন্য ফের এসেছে নিম্নচাপের সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি নতুন নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়বে রাজ্যের আকাশে।
আগামী সপ্তাহান্তে, বিশেষ করে শুক্রবার উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে। শনিবার থেকে কলকাতা শহর ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
আবহাওয়া দফতর জানিয়েছে, প্রথম প্রভাব পড়বে দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে। ঝাড়গ্রাম ও সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সব ধরনের বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি মাত্রার হবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাগুলোতে। শনি ও রবিবার রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
এদিকে, বুধবার ভাইফোঁটার দিন, তার আগে বা পরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গোটা বাংলাজুড়ে থাকবে পরিষ্কার ও ঝলমলে রোদ। ক্রমশ জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। সকালবেলায় কয়েকটি জেলায় হালকা কুয়াশা বা ধোঁয়াশার সম্ভাবনা থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আজও শহর ও শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।
শহরবাসী ও পর্যটকরা বৃষ্টির প্রস্তুতি নিতে পারেন। বিশেষ করে ছুটির দিনগুলি বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে ছাতা ও হালকা জ্যাকেট সঙ্গে রাখা বাঞ্ছনীয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us