AI171 বিমানে বহু ব্রিটিশ! কান্নায় ভাঙলেন UK প্রধানমন্ত্রী ও লন্ডন মেয়র!

আহমেদাবাদে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় ব্রিটিশ যাত্রীদের নিয়ে উদ্বিগ্ন ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লন্ডনের মেয়র।

author-image
Tamalika Chakraborty
New Update
UK Prime minister

নিজস্ব সংবাদদাতা: ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও লন্ডনের মেয়র সাদিক খান। ওই বিমানে বহু ব্রিটিশ নাগরিক ছিলেন, এমনটাই জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “আহমেদাবাদ শহরে লন্ডনগামী বিমানের দুর্ঘটনার যেসব ছবি ও খবর আসছে, তা ভীষণই মর্মান্তিক। ওই বিমানে বহু ব্রিটিশ নাগরিক ছিলেন—এই খবর আরও বেশি কষ্টের। আমি নিয়মিত আপডেট পাচ্ছি এবং এই কঠিন সময়ে যাত্রীরা ও তাঁদের পরিবারের কথা ভেবেই আমি শোকস্তব্ধ।”

london mayor

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, “ভারত থেকে আসা এই দুঃসংবাদ হৃদয়বিদারক। ওই বিমানে থাকা যাত্রীদের পরিবারের পাশে আছি আমি। ঠিক কতটা ভয়ানক এই পরিস্থিতি, তা কল্পনাও করা কঠিন।”

উল্লেখ্য, এই দুর্ঘটনায় ৪৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে  জানা গিয়েছে। আপাতত উদ্ধারকাজ চলছে, এখনও অফিসিয়াল তালিকা প্রকাশ হয়নি।