/anm-bengali/media/media_files/2025/07/08/maharashtra-2025-07-08-20-47-13.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের নানদুরবার জেলার পর্যটনস্থল ‘ভিসারওয়াডি দাপুর’ জলপ্রপাতে ঘুরতে গিয়ে এক চরম বিপদের মুখে পড়লেন সাতজন যুবক। প্রবল বর্ষণে ফুলেফেঁপে ওঠা ঝর্ণাধারার স্রোতে তারা আটকে পড়েন তাঁরা। ঘটনাটি ঘটে পশ্চিমঘাট পর্বতমালায়। তীব্র জলস্রোতের মধ্যে আটকে পড়া এই পর্যটকদের চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। প্রায় ১০ জন স্থানীয় মানুষ মানবশৃঙ্খল গঠন করে এবং একটি কাঠের গুঁড়ি ব্যবহার করে পর্যটকদের একে একে নিরাপদ স্থানে নিয়ে আসেন। ঝুঁকি নিয়েও স্থানীয়রা সাহসিকতার সঙ্গে প্রবল স্রোতের মধ্য দিয়ে ভেসে যাওয়ার ভয় উপেক্ষা করে পর্যটকদের উদ্ধার করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/maharashtra-a-2025-07-08-20-47-54.jpg)
এই ঘটনায় আরও একবার উঠে এলো বর্ষাকালে পর্যটনের ঝুঁকির বাস্তব চিত্র। উল্লেখযোগ্যভাবে, গত মাসে পুনের কাছে কুন্ডমালা এলাকায় একটি পুরনো সেতু ভেঙে পড়ে ইন্দ্রায়নী নদীতে পড়ে যান বহু পর্যটক, যাতে চারজনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষাকালে এমন দৃষ্টিনন্দন পর্যটনস্থানে বেড়াতে গেলে নিরাপত্তা ও আবহাওয়ার খবর মাথায় রাখা অত্যন্ত জরুরি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us